
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে লন্ডন প্রবাসী কালাভরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মান্নান খাঁনের আর্থিক সহযোগিতায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাওছার আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক মধুসূদন ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাউশা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামাল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ইউপি মহিলা সদস্য মোছাঃ নুরুন্নাহার, শাহ তৌহিদ মিয়া, মহিবুর রহমান চৌধুরী, বাছিতুর রহমান চৌধুরী, সাইফুর রহমান সোহাগ, আল হেলাল, মোফাজ্জল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন ,বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিক শিক্ষার্থী ও জরাজীর্ণ ভবনের কারণে অগ্রাধিকার ভিত্তিতে ১নং তালিকায় পিইডিপি প্রকল্পে অধীনে ভবন নির্মাণ করা হবে।
উল্লেখ্য, লন্ডন প্রবাসী মান্নান খাঁন বিগত ৩ বছর যাবত বিদ্যালয়ে কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে আসছেন। লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়ার বিদ্যালয়ে ফ্যান প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন