Translate

রবিবার, ৭ জুন, ২০১৫

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বাচ্চাদের সর্বনাশ করছে

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বাচ্চাদের সর্বনাশ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষা নীতি-২০১০ প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। 
একই সঙ্গে পিএসসি পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। রোববার বিকেল ৩টার দিকে প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে আয়োজিত ২০১৫-১৬ বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ: প্রত্যাশা ও শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. কাজী খলীকুজ্জামান আহমেদ বলেন, শিক্ষা নীতি সংসদে পাস হয়েছে। কিন্তু সেখানে পিএসসি পরীক্ষার কোনো নির্দেশনা দেওয়া হয় নাই।

তিনি আরও বলেন, পিএসসি পরীক্ষা বাচ্চাদের সর্বনাশ করছে। বিশ্বের কোনো দেশে এভাবে বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয় না। এ পরীক্ষা এখন আর বাচ্চাদের পরীক্ষা নেই। এটি হয়ে গেছে মা-বাবাদের পরীক্ষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন